বুকের মাঝে দহন জ্বালা

 মাঝে মাঝে বুকটা আমার

ছলাত করে উঠে,
যখন দেখি গোলাপ বাগে
গোলাপ নাহি ফোঁটে।
যখন দেখি মনের মানুষ ছল করে
এড়িয়ে চলতে চায়,
আমার মনের কুসুম কলি তখন
আপনি ঝরে যায় ।
যখন দেখি মানুষ গুলো অমানুষ হয়ে
মানুষকে পণ্য করে,
তখন আমার আদিম যুগের
ইতিহাস মনে পড়ে।
মানুষ এখন নিজ স্বার্থের লাগি
কি না করতে পারে?
চোখের সামনে ভাইয়ের বুকে
দেখছি ছুরি মারে ।
নীতিকথারা সব মার খেয়েছে
তাদের ভীষণ দুঃসময়,
মিথ্যার আস্ফালনে সত্য এখন
আড়ালে লুকিয়ে রয় ।
দুর্নীতিবাজ সমাজপতিদের
এখন পোয়া বারো,
অর্থের কাছে মানবতা বিকিয়ে
শুধু পেতে চায় আরো।
বুকের মাঝে তীব্র দহন জ্বালা
ঔষধেও তা সারে না,
দিনে দিনে তা অসহনীয় হচ্ছে
কখনো পিছু ছাড়ে না।
**********
See translation
5
2 comments
Like
Comment
Share

2 comments

Top comments

মাহফুজা আক্তার এম.এ.কে
সহসা এতো দিন পর
জাগিয়া উঠিল প্রাণ,…
See more
See translation
11
6 comments
Like
Comment
Share

6 comments

Top comments


Comments

Popular posts from this blog

বনচারী

golden retriever puppy for sale near me